কষ্ট ছেড়া তাল পাতা
সুখ ধরিত্রীর এক অর্ধাক্ষর
জীবন আমার,
গড়া কামারের লোহা পিটন।
হিসাব বয়সে,ধাপ বিচিত্র
চাওয়া বর্ষার জলের ধারা,
পাওয়া চৈত্রের ক্ষরা।
স্নেহ মায়া মমতা র্স্বাথে বিচিত্র,
প্রেম মহা কাব্য-
প্রীতি মানবতার প্রান;
আর ভালবাসা নিয়তির দান।
জন্ম মানুষে ঘাত প্রতিঘাতের ভেলায়
টান টান উত্তেজনা,
আর নাটকীয়তা জীবন নামের খেলায়।