পাপের পায়চিত্ত ধর্মের নীতি
কোরবানীতে গড়ি মোরা অর্থের কীর্তি।
বাজার গরম উত্তেজনা চরম
খোদার ভয় নেই, আছে মানুষেতে শরম।
কার গরু কত দামি সেই হবে নামি দামি।
ছাগল আর ভেড়াতে দাম নেই সমাজে
কোরবানী কি ছাই নাম না উঠলে কাগজে।
কোরবানীর গোস্ত গরীবরাই পাপ্য
বাস্তবে গরীবরা দর্শক স্বজনরাই মূখ্য।
কোরবানীর মহত্ত আজ শুধু গদ্য
কোরবানী পশুতে আনন্দের কাব্য।
এসো না এসব ভুলে গরু কিংবা ছাগল ফেলে
নিজের ভিতর পশুটাকে কোরবানী দিয়ে হই পবিত্র মানব।