বৃষ্টির স্পর্শ আমার মন বদলায়
আকাশের আথিয়তা পাই বলে;
নারীর স্পর্শ মন বদলায়
মনের বাগানে বসন্ত আসে বলে।
ফুলের স্পর্শ মন বদলায়
তার সুভাসে আমার দুগর্ন্ধ মুছে যায় বলে।
চাঁদের জোসনায় আমার মন বদলায়
স্বপ্ন আঁধার তবুও আশা জেগে থাকে বলে:
অতীতের স্পর্শ আমার মন বদলায়
ভুলগুলো সামনে তুলে ধরে বলে।
টাকার স্পর্শ আমার মন বদলায়
অভাবের বদরূপ রং বদলায় বলে।
ঘুমের স্পর্শ আমার মন বদলায
মৃত্যুর স্বাদ পাই বলে।