কাকে চিনে মন
জন কিবা ক্ষন
খুজেনা সে কারণ
মানেনা সে বারণ
প্রেমে পড়লে মন
হয় ঠিক এমন
রাত কারও প্রিয় হয়
একা একা কথা কয়
দিনের আঁলোয় বাড়ে ব্যথা
আপন হয় স্মৃতি কথা
চাওয়া থাকে শুধু মন
চায়না সে খ্যাতি ধন
বুকের কষ্ট তার চোঁখে ভাসে
স্বপ্নরা চুপি চুপি ফিকে হাসে
বসন্তের ছোঁয়া লাগে হানে বৈশাখ
বর্ষায় থৈ থৈ শ্রাবনে অথৈ
অমৃতের সুখ যেন শরতের কাশঁফুলে
প্রেম চলে দীপজ্বেলে বিয়ের পিড়িতে
পাতা নড়ে প্রেম পড়ে পানিতে।