অবাক চোখে-
তাকিয়ে খাকা বালিকা
স্নেহের দরজা দিয়ে ডুকে
প্রেমের পরশে-
ভালবাসা গাঁয়ে মেখে
একদিন নারী হয়ে উঠলো।
তার বদলে যাওয়ার এ গল্পে,
আমার পদচারণা ছিল;
শত বালিকার নারী হয়ে উঠার
গল্প হয়তো জানিনা,
এই একটি বালিকার নারী হয়ে উঠার
গল্প আমার মুখস্থ ।
নিজ চোখে দেখা বরেই হয়তো!
বালিকারা আজব হয়,
ওদের চোখে স্বপ্নের ফসল ফলে
আকাশের সীমা দৃষ্টির বৃত্তে প্রজাপতি হয়
ঢানা মেলে পৃথিবীর সুন্দর সব;
এই বালিকাটিও ব্যাতিক্রম ছিলনা।
আমি একদিন তার চোখে
বসন্তের দেখা পেয়েছিলাম-
ঠিক সেই সময় সে নারী হয়ে উঠলো
নারী বড় অদ্ভুদ!
তাদের আবেগ আছে
আকাঙখা আছে
কিন্তু তাতে দাঁড়ি নেই।
তাদের জানা যায়
বুঝা যায়না।
আমি তাকে অনেকটা জেনেছি
তবে আজও তার চাওয়া পাওয়ার
কিছুই বুঝতে পারিনী।
বিশাল সমুদ্রের জলরাশিতে
আজও আমি পিপাসার্থ ।