তোমাকে চেয়ে আর
চাইনা নিজেকে ফুরাতে
কষ্ট এসে ছিল
পারেনি আমাকে পোড়াতে।
তোমার ঐ হাসি মাখা মুখ
যতনে বুকে আছে মোড়ানো
চাই তবু তারে যায়না সরানো।
পুতুলের কাছে শুধু শুধু হেসে
জীবন গেছে ভেসে
পাইনি সুখের কুলঁ
হাজারো ভুল জড়ো হয়ে
হয়েছে আজ বিষফুল।
বিন্দু হতে সিন্ধু হয়ে
কখন যে ভালবাসা গেছে দুরে
নিশিতে নিত্য করে
সুর হারালাম ভোরে।