একদিন উপাসনালয়ে দুহাত তুলে মনে মনে
বিধাতার কাছে তোমায় চেয়েছিলাম;
অর্থ খ্যাতি ষশ কিছুই চাইনি,
চাইনি নদীর মত গতি,পাহাড়ের মত উচ্চতা
আকাশের মত বিশালতা,তাঁরার মত উজ্জলতা
শুধু চেয়েছিলাম তোমায় নিয়ে ধীর পথ চলা।
সব দিয়েছে শুধু তোমায় দেয়নি-
ভাবছি বিধাতার অমূল্য ধনে
পৃথিবীর সব কিছুর তুলনায় তুমি কত দামী !
তোমার কাছে ভালবাসা চেয়েছিলাম-
তোমাকে চাইনি,তোমার পর্স্শ চাইনি
সুখ সংসার কিছুই চাইনি-তুমি দাওনি;
অন্য একজন সব কিছুই দিয়েছে।
ভাবছি,তোমার কাছে কতটা তুচ্ছ আমি;