যদি দেখ আকাশ তোমায় উপর থেকে ডাকছে !
পাহাড় ইশারা দিচে্ছে অরন্যের উপর মাথা উচু করে-
নদী হাকছে বয়ে যেতে যেতে পিছু ফিরে,
অথবা ঝরনা কাছে টানতে চাইছে নিত্যের মোহে।
সেই সাথে সাগর ধমকাচ্ছে তার কাছে যেতে
তুমি কার কাছে যাবে বলবে আমায়,আমি কৌতহলী !
আমি কারও কাছে যাবোনা- তোমার কাছে রয়ে যাবো।
ওদের আমার ভাল লাগে আর তোমায় যে ভালবাসি।
আমার মাঝে তুমি থাকলে তোমার মাঝে আমি
ওদেরকে করবো জড়ো,গড়বো সুখের চারণ ভূমি।