মেঘের কাছে শুধিয়ে ছিলাম কেন তোমার কান্না?
কারণ তো নেই,তোমরা তাকে বৃষ্টি বল
তাকে দিয়ে সোনার ফসল ঘরে তোল
কর সুখে বাস।
তোমাদের ঐ একটু সুথের সামিল হতে
ঝড়িয়ে দেই পান্না।
নদীর কাছে বলে ছিলাম ছোটছো তুমি নিরবধি
কতটুকু পেলে তুমি কষ্ট সুখের দেখা?
দেখবো কি আর নিজেই ছড়াই দুঃখ কষ্টের শাখা।
এপার ভাঙ্গি উপার গড়ি
রাজাকে ফকির বানাই ফকিরকে রাজা
যার যেমন কর্ম্ফল তেমনি পায় সাজা।
পাহাড় তুমি ঠায় দাড়িয়ে ক্লেশ আসেনা মনে?
ক্লেশ বুঝিনা,বুঝি আমি ভালবাসা-তৈনী করি বুকে
ঝর্না নামে পাঠিয়ে দেই থাক তোমরা সুখে।
নীল রঙের আকাশটাকে ভাবি আমি দুখি,
নীল রঙটা দেখলে শুধু রঙধনুটা দেখ
চাঁদ সূর্যে পূর্ন্ ঘটা দেখবে দিলে উকি।
মাটির কথা বলবো কি আর বিছিয়ে তার বুক
মায়ের মত মমতা আর সর্বাঙ্গে তার সুখ।
আমরা শুধু মানুষ জাতি সন্তোষ্টি নেই মনে
নিজের মন্দ নিজেই গড়ি সুখ খোজি উলুবনে।