আমি ছায়ার মত তোমার পাশে
কেঁদে মরি ভালবেসে।
তুমি পথ চেয়ে আছ বসে,
দুর থেকে যে তোমায় অবজ্ঞায় হাসে।
এ বড় নিষ্ঠুর নীতি
ন্যায়ের সাথে ঘৃন্য প্রীতি।
জীবন হাসাতে জীবন কাঁদাতে
এ কেমন উৎসব?
যা হোক জীবনের,ভাবছিনা অনধিক;
আমি পাগলপারা,
তোমার বিহনে ছুটে চলেছি অদ্ভুদ মনপুরায়!
তুমি সুখী হবে নিশ্চিত
নেমে এসো আমার মনের মোহনায়।
দুর্লভকে চাওয়ার সুচিবাই দুর কর
ব্যথিত প্রেমিকের সংখ্যা লঘু কর
চকিত নয়নে কাছে এসো,ভালকে ভালবেসে।