তুমি চিলেকোঠা দিও আকাশের মনে,  
শ্যাওলা দেয়ালের ভেজা শরীরে
এঁকে দিবো আমি নাম;
রঙ্গিন হাতের স্পর্শে।


তুমি উড়ে যেও চরণ তলে,  
কালো মেঘ গুনে গুনে,
জমিনের ব্যাধি আগাছা ভেবে
চুষে নিবো আমি বিষ;
দিন মজুরের খাতে।


তুমি হয়ে ওঠো শিমুলের রঙ,
শত বছরের শিকড় পাঁজরে,
পথের ক্লান্তির জোড়া শরীরে
বেঁধে দিবো আমি ছায়া;
সবুজ আঁচলের গন্ধে।


তুমি স্বপ্ন দিও কলমের সাদা গালিচায়,
ফেরারি শব্দের আঁচড়ে,
মোটা ফ্রেমের ভাবুক লালসায়
শিখে নিবো আমি খ্যাতি;
সহস্র পূজারির নত পুষ্পে।


তুমি বাঁধিও ঘর অপরাজিতা হয়ে,  
কালপুরুষের নষ্ট সিলেবাসে,
প্রভাতফেরি সুর বেঁধে
কণ্ঠে তুলবো আমি গান;
এক জনমের প্রশান্তির পরিণামে।।  


#সহন_রুদ্র