পাহাড় সাগর এক চিলতে তারা ছিলো দু'জন,
তাদের জীবনের গল্প অল্প--স্বল্প খুবই অসাধারণ।
পাহাড় একদিন সাগরকে দেখে চমকে উঠে ক্ষণে,
সাগর যপে মাঝেমধ্যে উকি দিয়ে যায় কোন জনে।
পাহাড় নিরালায় অতি স্বরনে সাগরকে খোঁজতে বেড়ায়,
সাগর প্রেক্ষণে আড়ালে লুকে চুপিচুপি দেখতে পায়।
কিছুদিন যাবত একে-অপরের প্রতি বুঝাপড়া বেশ হলো,
পাহাড় ইশারায় বুঝাতে চায় কিছু না বলা কথা ছিলো।
সাগর প্রায় দিশেহারায় তব ভাবতে পারছেনা তখন,
এই আবহাওয়া নিয়ে নিশিদিন চিন্তায় বসে সারাক্ষণ।
সাগর একদা কথাপ্রসঙ্গে বলল কি বলবে যেনো আমায়?
সাহস দেখিয়ে পাহাড় বলেই দিলো বেশি ভালবাসি তোমায়।
সাগর প্রদীপ্ত বুকে অভিমান নিয়ে চলে যায় ফিরে,
হৃদয় আকাশে মেঁঘ জমেছে অঝর্ণায় হাজার কষ্ট ঘিরে।
পাহাড় চাঁদকে জিজ্ঞাসা করলো আমার কোন মূল্য নেই?
ধৈর্য থাকলে নিরবতায় মেতো দেখো আসবে একদিন সেই।
নির্ঘুম রাতে স্বপ্নলোক দেখালো মায়া জড়ালো এসে।
চোঁখের জল থামাতে না পেরে নিড়ে
পুনরায় ফিরে আসে।
উপমা তুমি ব্যথায় ব্যথিত তব সাগর ক্ষমা কর আমায়,
আমার গভিরতা অক্ষত রয়েছে বরং আহত করেছি তোমায়।
যদি হতাহত হয়েই থাকি বেরে যাবে
দূরত্বহীন বাঁধন,
এমন মিলনে মিশে থাকবো জড়িয়ে সারাটা জীবন।