তোমার মাঝে হাজার আসে
রাঙ্গায় কিরণ মধুর ফুল,
চমকে দেখায় মনের গহীনে
তবে হবে নাতো ব্যাকুল।
শত কলির ভিরের কোণে
শুধুই একটা ফুটাও ফুল,
দুর্বলতা নিয়ে করনা হেলা
অকাতরে করনা বসে ভুল।
ঝড় বৃষ্টি ঝড়লে বাগিচায়
পরশে আগলে রেখো মনে,
ব্যথা অনুভব পায়না যেনো
আচর লাগেনা তব শয়নে।
ফুলকে যথা বুঝতে শিখো
যেমন বুঝাতে চায় তেমন,
শেষ দিনকার তোমার ভবে
হয়তো আর পাবেনা এমন।
যা এসেছিলো তাই ফিরেছে
আবার আসবে করবে বরণ,
অতৃপ্ত অতিত পিছে ঢেলে
নতুন করে সাজাও জীবন।