যে নিস্তদ্বতার নিঃশব্দের রাতে
ঘনঘন অন্ধকারে নিভুনিভু আলোতে
মেঠো পথ ধরে নিরবতার সন্ধ্যানে ঘুড়েছি,
সে নিরবতা কোমলতা নিতান্তই আজ
যন্ত্রণার মোহে আমাবস্যায় ডুবি।


বদলে গেলো সময় বদলে গেলো ছবি।
বৃষ্টি, তুমি অমুখ অতুলনীয় খুব মিষ্টি।


এই শ্রাবণধারায় আলতো ছোঁয়ায়
টুপটাপ রিমঝিম খোঁজ পেয়েছিলাম,
পেয়েছিলাম রোদ্রবিহীন  একক্রাশ
ঘুটঘুটে মেঁঘলা আকাশে বাতাসে প্রশ্বাসে।


জেগে থাকা নিশিরা উপলদ্ধি স্পর্শে
প্রভাতের শিশিরপাতের মত শত
গায়ে মিশে পিছলে যাচ্ছে হাজার বার।
হঠাৎ হঠাৎ তৃব্র সমতল শিতলতায়
এদিক-ওদিক গা দোলে নিচ্ছে বারন বার।


অনুকূলে অভিপ্রায় হাতছানি দিয়ে হিমায়,
মনটা জেগে উঠে জরজরিত নীলিমায়।
এবার খোঁজে পেয়েছি অনুধাবিত অনুপ্রাণে
যেনো হারিয়ে যাবার এক ঠিকানায়।