ধূসর কন্যা এবং কি জানো?
তব জেনে যাও একচিলতে
আমি তোমার সঙ্গি সজনী,
সূধর সন্যা তবুও কি জানো?
কভূ মেনে নাও এককথায়
আমি তোমার বড় অভিমানী।
একটা স্বরলিপি লিখে যাবো
হয়তো স্বর্ণের চেয়ে দামি,
সে অধ্যায় থাকবে নিশিদিন
সারংশ তুমি শুধুই তুমি।
বেশি বাসি বলেই অভিমানটা
অন্য কারো সাথে নয়,
কাছে আসি মানেই মায়াময়ী
টান মাত্রা দ্বিগুণিত রয়।
কখনো কখনো পাশে রয়েও
প্রদীপ ছেড়ে যাচ্ছো দুপায়,
পরক্ষণে দূর থেকে কাছাকাছি
আছি আপন নামের সূচনায়।
সামান্য কান্নাই সুখতর যথেষ্ট
থাকবো বিভর সুকণ্ঠ দরিয়ায়,
থাকবে অন্তকাল বুকে জড়িয়ে
ভালো থাকা অচিন ঠিকানায়।
সবটাই হার মানিয়ে হয়ে যাও
তুমি আমার অতুল অগ্রণী,
এতটাই বাসি বলে যায় রাশি
আমি তোমার প্রিয় অভিমানী।