একটা আকাশ হবার কথা ছিলো
শতাদীক তারা যেথা ভির জন্মাবে,
একটা আকাশ হবার কথা ছিলো
তোমার প্রতিচ্ছবি সেথা ভাসবে।


একটা রাত হবার কথা ছিলো
এক দোলার বসন্তে গল্প করবো,
একটা রাত হবার কথা ছিলো
হাতে হাত বেঁধে ছায়াপথ চলবো।


একটা জোছনা হবার কথা ছিলো
জোনাকী উড়বে সারিবদ্ধ হয়ে,
একটা জোছনা হবার কথা ছিলো
মুখে কিরণময় দিপ্ত যাবে ছুঁয়ে।


একটা স্বপ্ন হবার কথা ছিলো
অনুপ্রাণে অনুভবে মগ্নে হারাবো,
একটা স্বপ্ন হবার কথা ছিলো
তোমাকেই ঘিরে ক্রাশ কুড়াবো।


একটা সুখময় হবার কথা ছিলো
জড়িয়ে গুনগুনে বলল-ভালবাসি,
একটা সুখময় হবার কথা ছিলো
দূর দূরত্বে তুমি নিড়ে কভূ ফিরে আসি।