চারিদিকে মেঘের গরজন,
একটু পরই শুরু হল বর্ষন।
শুনেছি সে নাকি চির যৌবনা-
সেই আদিকাল থেকেই খেলছে প্রেম খেলা।
তার প্রেমে হাবুডুবু খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
আবাল,যুবক,বৃদ্ধ
সবাই তার প্রেমে মূগ্ধ।
লেখকেরা তাকে ফুটিয়ে তুলে লেখনিতে,
গায়কেরা গায় গান,
কবিরা লিখে কবিতা।
কৃষকের মনে যেন তারই প্রতিহ্মা।


আমিও আলাদা নই।
তারই নৌকার বইঠা বই।
সিনেমেটিক ঢংয়ে যখন সে আসে
বাতাস যেন ইচ্ছে করেই আসে আর তার উরনা আকাশে ভাসে।
ভাসতে ভাসতে যখন আমার মুখে জরায়
তখন হঠাৎ করেই আমার মনে পেছনের স্মৃতি গুলো    ভেসে বেরায়।


শুনেছি তার নাম নাকি বৃষ্টি।
সে নাকি চির যৌবনা।।