একদা আমি কবি ছিলাম,
কবিতা লিখতাম।
এখন আর লিখিনা।
না, আসলে শব্দটা লিখিনা নয়,
লিখতে পারিনা।
যেন কবিতার পঙক্তি গুলো হারিয়ে গেছে,
ভালবাসা গুলো হয়ে গেছে মিছে।
নাকি তুমি যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে গিয়েছ,
আমিই রয়ে গেছি লক্ষ বছর পিছে।
একদা আমি কবি ছিলাম।
আমার কবিতার প্রতিটি শব্দের স্ফুরনে ছিল তোমার নির্যাস,
প্রতিটি বাক্যের স্ফুলিঙ্গে ছিল তোমারই স্বভাব।
তোমার নামেই ছিল আমার প্রতিটি কবিতার নাম।


হঠাৎ তুমি চলে গেলে,
আর কেবল কবিতায় তোমার স্মৃতি গুলো রেখে
নিয়ে গেলে আমার তুমিকে।
একদা আমি কবি ছিলাম।


---Yamim Hossain