আমি মুখ পাই কার।
মুখ তো সবার ই আছে...
ভুখ ও আছে,
ভুখ মিটে না
আমজাদ হোসেন চেঁচিয়ে উঠে" ভাত দে"
ভাত পায় না।
খোকার মা নিঃশব্দে কাঁদে।
শকুনেরা ভাত দেয় না ,সব ছিনিয়ে নেয়,
বাংলার ঘাস খেয়ে পাঞ্জাবী গরু মোটা-তাজা হয়
আর কত সহ্য হয়
মুজীব শকুন মারার ডাক দেয়
খিদে র জ্বালায় সবাই ঝাঁপিয়ে পরে
শকুন তাড়ায়...
শকুন মামা যাবার আগে ফুঁ দিয়ে যায়।।
খালি ঝুড়ি নিয়ে মুজিব আগায়
মুমূর্ষু গাভীর দুধ দুয়োয়।
আটকে যায় নয়া চিনে।
৭৫ আসতেই শকুনের দোয়ায় গরু মরে,
শকুনের ভাইয়ের ভুড়ি ভরে।
দস্যু রক্ষী ট্যাঁক এ চড়ে নাচে।
আমার বুকে মুজীব বাঁচে।
সেই দস্যু আজ দেশ জুরে তথ্য বিলয়......
দিন যায়,দিন আসে
বুলবুলি ধান খায়
দুর্নীতি-উন্নতি পাল্লা দিয়ে এগোয়,
মইনুদ্দীন-ফক্রুদ্দীনরাও খাজনা নিতে আসে,
মাসি-পিসিরা ১৪ শেকলে হাসে।
সুবোধ খাঁচা ছে্রে পালায়
গনতন্ত্র তখন এরশাদের গলায়
রাতের আঁধারে সুবোধ ফিরে আসে
নুর হোসেনের গনতন্ত্রের কাছে ,
এবার বাংলার মানুষ পেট পুরে ভাত খায়
ভাত খেয়ে ঘুম যায়,
ঘুম......
এক ঘুমে লাশ হয় সিনহা, বিশ্বজিত,রিফাত,আব্রার।