সময়টা তার ভালই যাচ্ছিল
পুব আকাশেই সুর্য উঠছিল
পশ্চিম আকাশে অস্ত যাচ্ছিল
দিন শেষে ঠিকঠাক ঘুমও পাচ্ছিল।


সময়টা তার ভালই যাচ্ছিল
যদিও জীবন টা অগোছালো ছিল
কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিল


সময়টা তার ভালই যাচ্ছিল
চোখ বন্ধ করে একাই হাটছিল
যদিও বারংবার হোচট খাচ্ছিল
কিন্তু দিন শেষে সে ঠিক পথেই হাটছিল।
কারন রাস্তা যে তার চেনা।


হাটতে হাটতে সে বড় হচ্ছিল
বড় হতেই ভয় পাচ্ছিল,
চারিদিকে তকিয়ে সঙ্গি খুজছিল
ওই দিকে কেও একজন তার দিকে নজর রাখছিল।


সময়টা তার ভালই যাচ্ছিল


হঠাৎ কেও একজন এল
রাহাবার হয়ে তাকে পথ দেখাল
তার অগোছাল জীবন গুছিয়ে দিল
হোচট খাওয়ার আগেই তাকে সাম্লে নিল।


একদিন রাহাবার বলল -এই পথে নয়
আমার সাথে অই পথে চল
সময়ের আগেই পৌছে যাবে
যা চেয়েছিলে তাই পাবে।


রাহাবার এ কদিনে বিশ্বস্ত হয়ে উঠছিল
তাই সে চোখ বন্ধ করে রাহাবারের সাথেই যাচ্ছিল


কিছুদুর গিয়ে চোখ খুলতেই
রাহাবার হারিয়ে গেল
চোখের পলকেই মিলিয়ে গেল
সে চলা থামিয়ে হঠাৎ থমকে গেল।


কীভাবে এগুবে?? এ পথ যে তার অচেনা,
বুঝতে পারল, চেনা পথে হোচট খেলেও
সময়টা তার ভালই যাচ্ছিল।
Yamim Hossain