যদি কখনো সুযোগ হয়।।
Yamim Hossain


যদি কখনো সুযোগ হয়,
চলে যাব বহুদুর;
যেখানে রবে না বিভেদ
আঁধার? সে যে অনেক দূর।


যদি কখনো সুযোগ হয়
বের হব
কোন এক নাম না যানা পাখির খোঁজে;
শুনেছি সে নাকি খুব ভাল
দুঃখ বুঝে।


যদি কখনো সুযোগ হয়
আমি হারিয়ে যাব কোন এক অচিন দেশে
যেথায় সবাই ঘরে ফিরে যায়
সন্ধে নামার আগে।


যদি কখনো সুযোগ হয়
আমি ছোঁয়ে দেখব স্নিগ্ধ শিশির,
ডাকবে পাখি কিচির-মিচির
শুনব আমি বসে বসে
স্রোতস্বিনীর ধারার পাশে
ভাবব আমি মনে মনে
রংধনুর অই
সাতটি রঙ্ এ ;
কেমন  করে বাঁচে মানুষ
এ দুনিয়ার হাজার বাঁকে