মুহাঃ ইয়াকুব  আলী

তোমা প্রকাশ করিব কেমনে !
তুমি আর আমি?
কোথায় তথা হেথায় ।

তোমার কি কোন তুলনা হয়?
তুমি আছ এক ধনীর দুলালি হয়ে ।
আমি অধম এক জীর্ণ ঘরের ছেলে ,

তুমি থাক অট্টালিকাতে ।
আর আমি?
থাকি ছোট্ট এক কুঁড়েঘরে।
এ কি কখনও  এক হয়।

ও গো মহীয়সী নারী,
ধনীর দুলালি
তোমার তুলনা হয় হয় কি?