অন্ধকারময় ভূমি তে আজও বেঁচে আছি,
বেঁচে থাকবো কোণো অপ্রত্যয় ছাড়াই,
যেখানে বেঁচে থাকার সব সুখস্বাচ্ছদ্য সংরক্ষিত।
তবে কেণো আমরা ন্যায়পরায়ণতায় অটল নাহি?
কেণো আমরা অন্যায়পরতা করি?
যেখানে তারা আমাদের প্রবল বিশ্বাসে রাখে,
কেণো আমরা অসদাচরণ করি?
যারা আমাদের আগলে রেখে মৃত্যু পথযামী।
আজ আমরাই তাদের অসহনীয় ভাবি,
যারা আমাদের জন্য সহ্যসীমা ছাড়িয়ে গেছে।
আমরা তাদেরকেই কষ্টে বূক ভাসিয়ে দেই,
আমাদের উচিৎ তাদের ভালোবাসা-মায়ামমতার প্রতিশ্রুতি দেয়া।
আমি বলছি এক মা দুখিনীর কথা,
যে মা আমাদের সারাটা জীবন বুকে আগলে রাখে।
সে আমার মা, তোমার মা, সবার মা,
আজ আমি বলতে চাই, মা আমি তোমায় অনেক ভালোবাসি।