বিকলতার অজর বৃদ্ধি সুবাসে আজ....
পালতোলা বিসারীর মতো ভাসে,
যেথায় ভৌমিক সাগরের ভাষ্কো....
লুকিয়ে লুকিয়ে অস্ত পারাপার শৈলী।
কেন্দ্র বিহীন সাদা খাতার মতো,
আজ ভূমিহীন মনে হয় নিজেকে....
ঠিকাদার নেই মোর ঠিকাভূমি ছাড়া।
কল্পনা করে অশ্রু নীলয় ধূম খাপে,
যেন কোণো জলোচ্ছ্বাস এসে মোর পিছনে,
ধাক্কা দিবার ভান করে দাড়িয়ে থাকে।
ভয় হয় – না যেন কখন পড়ে যাই অস্থিরে,
যেখান থেকে আর ফিরবো না এই আস্তরে।