রুদ্ধ শ্বাস – নয় বাচার প্রত্যাশার,
স্তব্ধ জীবন – নয় চলমান প্রশার,
স্থির মন – অস্থিরতার প্রকাশ পায়,
তাল মিলানো বাস্তবতা কেন আশা জাগায়,
কেন মনের হয়ে উকালতি করতে চায়,
নাকি জীবনের সারাংশ বজায় রাখে,
নাকি সারাংশের - সারমর্ম বুঝাতে,
মনের উকদত্তার বিরুদ্ধে সাজানো সব।
                   *
তবে কেন আজ সব কিছু মনের বিরুদ্ধে ?
মনের প্রশ্নকে আঘলে রাখতে চায়,
হাজারও প্রশ্ন যার কোন ব্যাখ্যা নেই,
যার প্রতিশ্রুতির কোনো সমাধান নেই,
তবে কেন এই সব অস্থিরতার প্রকাশ ?
কোনো কিছু চাওয়ার প্রাফল্য আজ নেই,
তাই অচিরেই সব কিছু লুকিয়ে যাই।