তুমি হীনা,
রাতের ঐ, ঝমকালো তারা গুলো বিবাদী!
চাঁদের সুন্দরটা কে লুকিয়ে রাখতে চায়।
তুমি হীনা,
পাহাড়ের উচ্চতা যেন, বেড়েই চলেছে ইচ্ছেবাদী!
যার প্রতিকূলতায় নিশ্চুপ সবকিছু।
তুমি হীনা,
সাগরের ঢেউ প্রকল্প, আজ নিরবে!
যার শব্দে আজ বাতাস আছে থমকে।
তুমি হীনা,
শ্যামল ভূমি ঠিকাদার, শব্দ বিহীন আতঙ্ক!
যার ছায়া তলে হস্তের স্পর্শ বেকুল।
তুমি হীনা,
আকাশও যে, বড় অসহায় ব্যাক্ত!
মেঘের ছায়ায় ভুমিতল স্পর্শ হাতছাড়া।
তুমি হীনা,
মনের আধেক, চিন্তাধারা দুঃখ বুনে!
তাই তোমার গন্ধে বসে থাকি ভাগ্যকুলে।