আমি তাঁহারে বলি যেন, সংস্কৃতির বিকাশ চায়!
সে যেন দণ্ড-বিদ্ধতার মধ্যে আছে বিরল,
তাই হয়-তো বিলাসিতার স্বপ্ন দেখে কষ্ট পায়।
চার-পাশের আনাচে-কানাচের স্তব্ধতার প্রবল!
যেন কেউ তাকে ডেকে, আবার লুকিয়ে যায়,
সেই বেদনার চলাচল যেন, আঘাতে পরিণত।
দুঃখ বহন করা, আর পাঁথর বহনের পার্থক্য কোথায়?
কে বোঝাবে তাকে, যে বার বার আঘাতে অব্যস্থ,
নিজের ব্যাথা সহ্য করে চলে তার জীবন।
ক-দিন আর রবে এই ভুবনে বেচে,
স্বার্থ তো সবাই বুঝে, বুঝেনা শুধু সে!
যে নিজের চাইতে, বিশ্বাস অন্যের উপর প্রবল।
কিছু সময় লোকের কথায় সাচ্ছন্ধ্য বোধ,
আবার সেই লোকের কথা বেদনা স্বরূপ।
স্থিরতার মন কীভাবে রাখবে স্থির!
সে তো বার বার কষ্ট পেতে চায় অবিরাম।
কষ্টে যাহার অব্যস্থ, সব ব্যাথার প্রবল,
সুখের আশা করেও করে না, তাতে বড় ব্যাথা,
কি করে থাকবে সে, অটল বাস্তবতার কথা।