ছাদের এক কোণায় বসে – দোলনার মতো চার পায়ার উপর,
আকাশের চাঁদকে দেখছি, সেও একা একা মূখচাপা...
আরও দেখলাম তাড়া গুলো - যেন আস্থাবিহীন অক্রিয়,
ছাদের ফুল গাছ গুলোও যেন, মূখহীন নিরুত্তর।


এক রাশি বাতাস এসে – শরীরটাকে হিম ধরিয়ে দিলো,
কিন্তু মনের অস্থিরতার প্রভাব, করতে পারেনি নিঝুম...
কানে কানে বলে গেলো – তোমার মনে এতো ক্লেশ কেণো?
বাতাসের এই প্রশ্নের জবাব ছিলনা, তাই আমি নিরাধার।


আজ বিভাবে বোধ করছি – পাশে কেও নেই,
যাকে ব্যতিরেকে সবকিছুই, আজ তমসাবৃত...
আর কত বিযুক্ত হইয়া থাকবে - মম তদনন্তর সিধা,
আজ বড় একা একা লাগছে, জানি না কবে আসবে?


কখন চার পায়ার বস্তুটা দুলবে – তোমায় নিয়ে আমার কোলে,
কখন আকাশের চাঁদ দেখবে, চাঁদও হাসবে মিট মিট করে...
তারা গুলো হবে – উজ্জ্বল সমাহার সাটি,
কবে ছাদের ফুল গুলো, গুরুগম্ভীর থেকে বেরিয়ে আসবে।


আর কত দূর......   আর কত দূর......
আর কত দূর......   আর কত দূর......