কত প্রষন্ন সুন্দর তুমি!
অন্তনিদ্রের ভালো লাগা আমার,
শত প্রয়াস করিয়াও যেন,
আমিত্ত্বের আত্তা পারিবে না ভুলিবার।
থাকিতে পারিলাম না,
না করিয়া তোমার সাধুবাদ!
তোমার কুন্তলের ঘ্রান,
গন্ধগ্রহণ বাড়িয়া দিয়াছে আমার।

তুমি সুহাসিনী, সুকেশিনী মোর,
যেন পরীর থেকেও মনোহর।
তোমার প্রণয় ভুলিয়া দিবার পারিবে,
আছে যত মোর ক্ষোভ।
তুমি তো মোর নিকটতম জন,
তুমিই তো চলার পথের সঙ্গি মোর।