যদি হতাম বর্ষন আমি,
ভিজাতাম তোমায় খনিক।
যদি হতাম মলয়,
ঘিরে ধরতাম বলয়ের ন্যায়।
যদি হতাম গগন,
করতাম লক্ষ্য তোমার চলন।

তা তো কখনো পূরণ হবার নয়,
এই নিছক অলীকে লাগে ভয়,
তবু সদা রব দৃঢ় প্রত্যয়,
রবে তুমি মনো আঙ্গিনায়।