চাঁদ কথা শোনে আমার,
চাঁদ কথা বোঝে আমার,
তবুও চাঁদ হারায় অমাবস্যার রাতে,
ফিরে আসে আবার পূর্ণিমার সাথে।

আমার কথায় চাঁদ হাসে,
আমার কথায় ভাবনায় ভাসে,
তবুও চাঁদ ভালোবাসে না—
ভালোবাসে না সে আমায়,
চাঁদ হয়েই রয়ে যায়।

সে জানে আমার ভালোবাসা,
বুঝে সে প্রেমের গভীরতা ,
তবুও করে অবুঝ অভিনয়,
দূরত্ব বাড়ায় চাঁদের মতই নিরব হয়।

হারায় প্রতি অমাবস্যায়,
ফিরে আসে পূর্ণিমায়।