শিরোনাম- অনন্ত বিহীন/
কলমঃ- ইয়াসিন সেপাই/
★★★★★★★★★★★★★★
তুমি ভাবিয়াছ যাহা তাহা নহে সত্য,
তরী তো ছুটায়েছিলে কুলের আসা বুকে লয়ে জীবন্ত,
পালের পানে চাহিয়া থেকে থেকে,
জীর্ণ ছেঁড়া পালে হাওয়ার ধকল সহিবে কতটুকু নিজে,
সুরের মোহনায় ভাটিয়ালি গানে,
বৈঠা দিয়াছ টান মাতাল মেঘেদের সনে।


বাহিয়াছ তরী মাঝ দরিয়ার বুক চিরে তির-তিরিয়ে,
জলের হাহাকার সুনিয়াছ কি মনদিয়ে.?
শান্ত নদীর বুকে দাঁড়াইয়া দিকের কুল খুজিয়াছ,
দক্ষ মল্ললের মত দৃষ্টি রেখে।


হারাইয়া ফেলিয়া আসিয়াছ পিছনে অনেকটা পথ,
দম্ভোক্তি মল্লল ভেবে নিজেকে,
ফিরাইয়া যাবে তুমি কোন পথে সামনে শুধু জল আর জল মিশে গেছে অথৈজলে।


মনেতে বাসনা,শরীরের কামনা লইয়া,ফিরাইয়া পাইবে-না তুমি, ছুটন্ত নদীর বেগ,
নদী হইয়াছে দুই ভাগে ভাগ,স্রোত থমকিয়া গেছে কোন সে পথ নিয়াছে বেছে তা-তো জানো না যে.?
শুধু অপেক্ষায় থাকিয়া দিন গুনিয়া ছাড়া নেই কোন আর পথ।
রচনাকাল/12/04/2023/
______পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/