কবিতা- ভালোবাসার বেদন/
কলমঃ- ইয়াসিন সেপাই/


মায়ার বাঁধন ছিন্ন করে,
সুখের ঠিকানা খুঁজে নিলি,
বাম পাঁজরে রাখা স্মৃতিগুলো,
মাড়িয়ে চলে গেলি.!
স্নেহ ভরা মায়ার ঘরে,
লালসার কুণ্ডলী ছুঁড়ে দিলি।


বুকের ভিতর শব্দ গুলো,
মনের যতনে সাজাতাম,
ভেঙে দিলি এক নিমেষে,
সাজানো গোছানো মনটা.!
শেষ হলো হিসাব নিকাশ,
সঙ্গিদলের প্রতি পাতায়।


সুখের খোঁজে ভিড় জমিয়ে ছিলাম,
তোদের মনের দ্বারে,
শেষ বিকেলে ফিরে গেলাম,
অশ্রু বিন্দুর মালা গেঁথে.!
দিনের শেষে নামে আঁধার ,
আলো থাকতে হলো সন্ধে।


বিঁধল তীর পিছন দিকে,
চেনা রাস্তা হতে ছুটন্ত বেগে.!
উঁচিয়ে মাথা পিছন দিকে,
সচকিত উঠি চেনা মুখ দেখে.!
অনেকটা সময় পার করেছি,
বিশ্বাসের উঠোনে দাঁড়িয়ের!


দুনিয়া তুমি বড়ই নিষ্ঠুর,
ভালোবাসলে দাও বেদন .?
মৃত্যুর পরে আপন করো,
বেঁচে থাকতে করোনি আপন,