ভোরের শিশির
~~~~~~~~~~~~~~~~
ভোরের কুয়াশাচ্ছন্ন হিমেল পথ
           শীতল শিশির বিন্দু সারি সার,
তোমারই ছবি আমি দেখিতে পাই,
           হেঁটে চলা পথের ধারে দূর্বাতে, শিশিরের বিন্দু পল্লবের গায়ে,,
        পার্শ্বের ছোঁয়ায় হারিয়ে ফেলিছি আমি যে,তোমায় কত কতবারে।


উত্ত-রি হিমেল বাতাস ছুঁয়ে যায়
      সোনালী ধানের খেতে দোল খেয়ে,
দুধ সাদা বকেরা দাঁড়িয়ে সেথায়
       তোমারই আসা যাওয়ার অপেক্ষায়,
তোমারই চলন বাঁকের ফাঁকেতে
       স্বর্ণ কিরণ উঁকি দেয় গোধূলি লগ্নে।


পড়ন্ত বিকেলের স্বর্ণমাখা রোদে
       তোমাকে মনে হয় সোনালী সেতার,
মোন চায় ছুঁয়ে দেখি তানপুরাটায়।
      সুর তুলি তোমাকে নিয়ে বারংবার,
দূর থেকে দেখতাম আমি তোমায়
      কাছে আসতে যদি,তুমি একটিবার।
      
উষ্ণতা ভরিয়া দিতাম তোমার অঙ্গে
       একমুঠো সোনালী রোদ হাতে নিয়ে
নিরান্দন সূর যেমন ছড়ায় পৃথিবীতে।
   পুষ্পে শিশির হয়ে থেকো অনন্ত কালে
আবার যখন তুমি আসবে যথাকালে
   শিশির অণু হয়ে পথের ধারে দর্বাতে।
          --------------------
   রচনা:-🖋️ইয়াসিন..../২৮-১২-১৯//