কবিতা- বোবা কান্না
কলমঃ- ইয়াসিন সেপাই/
__________07/07/2023
জীর্ণ শরীরে রক্ত আছে, জীবিত জানি
মনের গভীরে হৃদয় আছে, যতনে জানি
মুখের ভিতর জিহবা আছে, আদরে জানি
দুই ঠোঁটের চুম্বনে শব্দ আছে, গুছানো জানি
দুই ঠোঁটের ফাঁকে শব্দ যখন আছড়ে পড়ে কান ঘেষে,
হৃদয় তখন কম্পিত হয়ে আছন্নয় ঢাকে নীরব বেশে,
চোখের দুই পাতা তখন নিথর অভিনেতা বাধ্য,
শান্ত নদীর ঢেউ অশ্রু বারি হয়ে গড়িয়ে পড়ে বুকে,
মাংস মিশ্রিত শরীর পাথর মূর্তি মনে হয় তখন,
থরথরিয়ে ওঠে তখন পায়ের তলায় মাটি,
দুটি পায়ের নিচে থেকে বলে তোমার জন্য নয় এ জমিন,
কর্ম তোমার রাখা আছে মাটির ঘর আর শান্তি
জীবন তুমি বুঝিয়ে দিয়েছো,উদারতার মানে এখুনি,
______রচনাকাল ০৭/০৭/২০২৩
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া....