শিরোনাম- ছুটন্ত প্রেম, দুরন্ত মনে/
কলমঃ- ইয়াসিন সেপাই
________________২২/০৯/২০২২
অজানা পথ,অজানা যাত্রী,অজানা গন্তব্য,পৌঁছে যাব ঠিক কোন এক কালে জানি,
সময় ধরে ছুটেছি নদী, শৈল গা ঘেঁষে, সবুজের বুক চিরে ধু ধু তেপান্তরে দুরন্ত মনের ইঞ্জিনে চড়ে,
হবে কি দেখা জানিনা,তোমার সনে,মনের ঘরে স্বপ্নে আঁকা মুখ চোখের তারায় সামনে থেকে,


চোখে চোখ রেখে হয়নি দেখা,দুই জনের মদ্দিখানে, মনের গভীরে যেন, তরঙ্গের সুর তুলেছে দুরন্ত পথে,
গাঁয়ের বধূরা পিছু সারে মুড়কে দেখেছে,ছুটন্ত মনের পিরিতি যন্ত্রনা,এমো-নো কি হয় বুঝি প্রেমিকের যন্ত্রনা.?
তুমি এসেছিলে যেই পথ দিয়ে,সেই পথের মেঠো আলের দুই ধারে এখনও অপেক্ষায় আছে বনফুল দল বেঁধে,।
এই বুঝি গাঁথিবে মালা,সার্থক হবে ফোটা মোদের, প্রেমিকের গলার মালা হয়ে,


তুমি লিখতে যে পত্র মহীরুহ তলে,সেখানে আজও গুল্মলতা গুলো সাক্ষী আছে তোমার আসাতে,,
এখনো চেনা যায় সেই ছায়া তল,ঝরে পড়তো ফাগুন কালে পল্লবের সারি সারি সময় শেষে,
ধানের শেষে ভরেছে মাখানি আর মক্কার  সারিসার তোমারই সময়ের কালে সবুজে ও সোনালিতে,।


আবার আসিবে তুমি পত্র লিখিতে,তাইতো ছুটে এসেছি লাল মাটি সবুজের বুক চিরে আলের সীমানা ধরে,
কাছ থেকে দেখা হবে দুজনাতে ওই সেই মহিরু তলে তোমার আমার আত্মার কামনাতে।
পত্র নাইবা লিখিলে,মিলিত হবে তো, সেই না দেখা মুখের কথার বিশ্বাস টুকুতে,
আজও অপেক্ষায় দিন গুণী, তোমার আসার,আসাতে মহিরু তলে পল্লবের ছায়া তলে।
________রচনাকাল-07/05/2022