====ধর্ষিতার চিৎকার=====
         কলমে- ইয়াসিন সেপাই/১২/১০/২০-
         ___________________________
রাতের আকাশে কালো ধোঁয়ার চিৎকার,
        জলন্ত চিতায় দগ্ধা কাঠের  কান্নার চিক,
তপ্ত চিতার ফুলকি ছোটে, দিক বেদিক,
        হবে কি ধর্ষিতার ধর্ষকের বিচার ঠিক..?


ওগো মা তোমার মাটিতে যে মেয়ে এঁকেছিল
  নতজানু হয়ে আঙুলের টানে,কত রঙের আল্পনা
সেই মাটিতে মেরুদন্ড ভেঙে,মিশিয়ে দিলো-
     কুলাঙ্গার বড়জাত রাজনীতির শয়তানেরা.!


দিলোনা বাঁচতে,বড় জাত হিন্দু,দলিত কন্যাকে!
ছিল তার দোষ হ্রস্ব জাত,হলোনা বাঁচা ভারতে!
স্বপ্ন যে হলোনা পূরণ,বাবা মার মনের ঘরে,,
  রক্তের হোলি খেললো, স্বৈরাচারীর লাঠিয়ালে!!


জাতের নামে বজ্জাতি সুনামধন্য দেশে..?
     মূর্খ রাজার শয়তান ঘোড়া,মগ্ন দলিত বধে.?
দুর্গাসিনি বেসে বিনাস করো স্বৈরাচারী অসুরকে,
    প্রতিবাদী হোক জয়ধ্বনিতে নারী হাতে ত্রিশূলে ।


ওগো দেশের আইন বিকিয়ে যেওনা তুমি
      মান দণ্ডের অসমতলে স্বৈরাচারী হাতে.!
উঁচু নিচু সকল তরে লিখেছিল সংবাধানে
    কলমে রোচিয়ে ছিলেন দলিত এক  সন্তানে।


      ওগো নারী জাত,দিওনা ছেড়ে জমি এক ইঞ্চি
ছিলাম মায়ের এক আদরের রাজকুমারী-
       দিলোনা বাঁচতে আমায় নরপশুর পৃথিবী.!
মা-আমায় বলতো,কাঁচা হলুদ লাল চুড়ি-
      মানাবে তোকে খুব, মনীষা রাজকুমারী।।
           ____________________________