শিরোনাম-ঈদ আসুক বারে বারে
কলমঃ- ইয়াসিন সেপাই
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
সবুজ ঘাসের বুক চিরে ছুটে এসে বলে, ওই দেখো মা পশ্চিম কোন ঈদের চাঁদ উঠেছে,
খুশির ঈদে আকাশ বুকে, বাঁকা চাঁদের শিরিন হাসিতে, ভরিয়ে দেবে ভুবনে,
নতুন জামা নতুন সাজে,ঈদগাহে যাবো দাও না মা তাড়াতাড়ি, আমায় তৈরি করে,
শত কষ্ট দুঃখ, ছুঁড়ে ফেলে দিয়ে, আজকের দিনে ঈদগাহের মাঠে কাটবে আনন্দে,
ঈদ মানে খুশির জোয়ার ভেঙে দেব আজ দুঃখের বাঁধ,কাটবে হৈহুল্লোড়ে,
সবাই আজ সুরমা আতরে রংবাহারি পাঞ্জাবিতে ঈদগাহ মাঠে নামাজ আদায়ে,
মিটিয়ে দেবে হাজার মনের শত্রুতাচরণ, মানুষ মানুষের আলিঙ্গনে।


ধর্ম বিবাদ হিংসা ভুলে মাতবে-রে দোষদুষ্মনে, একই বৃন্তে দুটি কুসুম মনের আনন্দে,
এটাই মোদের নজরুল ও রবি ঠাকুরের ভারতবর্ষ, চিরচারিত প্রথাতে,
দেখনা চেয়ে ধর্মের পূজারী মন্দির ও মসজিদ হতে তোরা উঁকি দিয়ে,
এটাই মোদের ঈদের প্রথা, জানে সারা বিশ্বের ঘরে ঘরে।


এতিম শিশুরে আপন করে,মুছে দেবে, দুই নয়নের নোনা বারি, পবিত্র ঈদুল ফিতরে,
দুয়ার প্রান্তে হাত বাড়িয়ে বিলিয়ে দেবে, যাকাত ফিতরা গরিব দুখীর ঘরে ঘরে,
কেউ রবেনা ধোনি গরিব,সবাই আজ নতুন সাজে ঈদ-উল ফেতর নামাজের সারিতে,
মহান রবের মহান দান,সিয়াম শেষে খুশির ঈদ, পালন করছে বিশ্বের সব জায়গাতে।


ঈদ মানে খুশির জোয়ার,দিন দুঃখিরও মনের ঘরে,সুর উঠবে আনন্দের,
গেয়ে উঠবে এক সুরে,ঈদ মুবারক ঈদ মুবারক,আল্লাহু ওয়াকবার,ওয়াল্লিলাহিল হামদ, একসাথে,,
ভাসিয়ে দেবে মনের তরী,মহান রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে।।