শিরোনাম- ফিরে দেখা/
কলমঃ-ইয়াসিন সেপাই
ফিরে দেখা.... তোমার ওই দুটি চোখের কোনে অরিণ অর্চি বিরক্তকর,
ফিরে দেখা.....তোমার ওই দুটি চোখের নীল সমুদ্রে শুভ্র পালের তরী দিক হারা বিরক্তিকর,
ফিরে দেখা.....তোমার ওই দুটি চোখের জল ঊর্মি ঢঙে কিনারায় এসে অবয়ব ভিজে যায় বিরক্তকর,
ফিরে দেখা....তোমার ওই পুষ্প লালি মাখা দুই ঠোঁট যখন নীরস লাগে বিরক্তকর,
ফিরে দেখা.....তোমার ওই নাকের নোলক যখন হিন্দোল হয়ে থমকে যায় বিরক্তকর
ফিরে দেখা.....তোমার ওই ঘন কালো কেশ ঔদাস্য ধূসর হয়ে ওড়ে বিরক্তকর
ফিরে দেখা....তোমার ওই পূর্ণিমার মত মুখ যখন মেঘেদের আড়ালে লুকায় বিরক্তকর,
ফিরে দেখা....তোমার ওই স্বর্ণলতা অঙ্গ যখন রাতের আঁধারে হারিয়ে ফেলো বিরক্তকর,
ফিরে দেখা.....তোমার ওই আলতা মাখা ছুটন্ত দুই পায়ে নুপুরের নাদ হীন বিরক্তকর
ফিরে দেখা....তোমার ওই হৃদয়ের কম্পন, ঘড়ির সেকেন্ডের কাঁটা, ঘন্টার সাথে মিশে যায়,বিরক্তকর,
ফিরে দেখা....তোমার ওই কলমের আঁচড়ে লেখা পত্র শুকনো পাতার খামে বন্দি হয়,বিরক্তকর
ফিরে দেখা....তোমায় ওই শুকনো পাতার খামে পত্র খানি ফাগুনের ঝরা পাতার মত উড়ে চলে,বিরক্তকর।
ফিরে দেখা....পূর্ণিমার রাতে মোর ছায়ায় ছায়া সাম্য পায়না যখন, বিরক্তিকর।