**কবিতা- যদি থেমে যায়**
               কলম- ইয়াসিন সেপাই
-------------------------------------------------
এত কবিতা ও ছন্দ সুর, যদি একদিন আমার যায় থেমে!
ওগো প্ৰণয়ী তোমার আমার পিরিতি কথা  তখন আর কে লিখবে!
তাই আমি তোমারে,আমার মনেতে আগলে রাখি সদা সময়ে,
যদি তুমি হারিয়ে যাও কখনো,তাই আমার উত্ত্রাস হয় তোমাকে নিয়ে।
এত কবিতা ও ছন্দ সুর, যদি একদিন আমার যায় থেমে!।


কালের কালবৈশাখী ঝড়ে,হয়ত উড়ে দেব, আমার কবিতার খাতা ছিন্ন করে,,
তোমায় না বলা কথা গুলো কাগজে লেখা আছে, পড়ে নীয়ও তুমি কুঁড়িয়ে।
যখন আমি আর রবে না কলম হাতে ওগো,,
কবিতার খাতা শুন্য পোড়ে রবে,
বিহানে দ্বার খুলে তুমি দেখবে,,টেবিলে শুন্য কলম দানি পড়ে আছে,
এত কবিতা ও ছন্দ সুর, যদি একদিন আমার যায় থেমে!


ওগো প্ৰণয়ী তুমি ভুলনা কখনো, আমারে রেখো পথের সগামী করে,
আমার আর নতুন করে কাব্য হবে না লেখা ওগো তোমাকে নিয়ে।
তাই তুমি ভেবো না আমি নেই তোমার কাছে, ওগো মোর প্রিয়
এ-জিবন খুব ছোট, সময় কি কখনো কারুর পানে চেয়ে ফেরে,প্রিয়?
যে ঝরা মালা আমি ফেলে এসেছি, শুধু সুরভী রেখেছি আগলে বুকে,
এত কবিতা ও ছন্দ সুর, যদি একদিন আমার যায় থেমে!


তোমার আমার প্রেম ছিলনা,সাদা কাগজে! লিখে রেখেছিলাম কবিতার ছন্দে,
তাই তুমি নয়ন অবারিত রেখো, তোমার নামে লেখা কাব্যতে।
ওগো মেঘ তুমি মুছে দিওনা,শ্রাবণ ধারা হয়ে ওই কাজল চোখে,
আমার প্রিয়া কষ্ট পাবে যে,আমার ভালো লাগা কাজল মুছে গেলে।
এত কবিতা ও ছন্দ সুর, যদি একদিন আমার যায় থেমে!