শিরোনাম:- #ক্ষুদার্থের_পেট_ঈশ্বর_খোঁজে/
কলমঃ- ইয়াসিন সেপাই//
17/12/2023
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹★
ক্ষুদার্থ এক মুঠো ভাতে, ঈশ্বর খোঁজে ফুটপাতে,
ক্ষুদার্থের চোখের পানি, নোনা বলিতে বুক ভরে,
ক্ষুদার্থের দুই-চোখ,চায় পৃথিবী নামক পৃথিবীকে,
ক্ষুদার্থের খালি পেট, বোঝে-না পরিমান কি যে,
ক্ষুদার্থের একটু হাসি, দুই হাত-কে খুঁজতে থাকে,
ক্ষুদার্থের হাহাকার, ছেঁড়া কাপড় ও ছিদ্র ছাউনিতে,
ক্ষুদার্থের কম্পিত হৃদয় বারে বার, দেবতা খোঁজে,
ক্ষুদার্থের চিৎকার, গুমরে কাঁদে না বলা কথাতে,
ক্ষুদার্থ সময় বোঝে, দিন শেষে ও রাতের আঁধারে,
ক্ষুদার্থের শরীর না বলা কথা গুলো লিখে দেয়, জীর্ণ পাঁজরে,
ক্ষুদার্থের বুঝ মন, জানতে পারেনা এই পৃথিবী কাদের জন্যে.!
ক্ষুদার্থের মন, সুখ মেলাতে পারেনা আঙুলের আঁকি বাঁকিতে,
ক্ষুদার্থ বোঝে বেঁচে থাকা মানে, পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে,
ক্ষুদার্থের জীবন, যেন কালো মেঘের আড়ালে সূর্য্যকে হারিয়ে ফেলা যে.!
ক্ষুদার্থের জীবন মলাটে বাঁধা, কে যেন ইতিহাসে সাক্ষী দিয়েছে.!
ক্ষুদার্থের হিসাব, শিক্ষার আঙিনায় গন্ডি রেখা বেঁধে রেখেছে।।
©️-®️ রচনাকাল- ১১/১১/২৩
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/