#কৃষকের_অভিলাষ
____________★★★___________
          কলমে- ইয়াসিন সেপাই
        ______________________
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,দুহাতে মুষ্টি তুলেছে- ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,দেখছে চেয়ে মাঠে- ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,সবুজ সপ্ন দেখছে
---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,চুমছে মাটি দুই-হাতে --------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,খুরপি হাতে মাঠে- ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,ছুটেছে খেতি পানে- ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,হাল ধরেছে হাতে- ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,ছুটেছে আল ধরে ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,আকাশ পানে চেয়ে- ---------কৃষক।।
তুমি আসবে বলে হে.স্বাধীনতা,সুকছে মাটির গন্ধ- ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,বীজতলা দুই-হাতে- ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,আনন্দ অশ্রু চোখে- ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,চুলায় পানি ফুটাচ্ছে ---------কৃষক।।
তুমি আসবে বলে হে.স্বাধীনতা,সোনা ফসল ফলাবে ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,ঘর্মাক্ত শরীরে খাড়া ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,বলদ হাতে নাঙ্গল ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,দেশের নিশান হাতে ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,হাঁক দিচ্ছে মাঠে ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,ক্ষুধার্থ রবেনা দেশ ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,গোলা ভরাবে ওরা ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,এক মুঠো অন্ন পাবে ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,ঘর ভুলেছে ওরা ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,জাতীয় সমৃদ্ধি হবে
---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,অর্ধাহারে দিন শেষ
---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,সোনার শিস বিছাবে ---------কৃষক।।
তুমি আসবে বলে হে..স্বাধীনতা,সোনার দেশ গড়বে ---------কৃষক।।


বিজয় দিবসের শুভেচ্ছা ভালোবাসা সকলকে।