মনের কথা কই
কলম-  ইয়াসিন সেপাই
16/04/2020
-------------------------------
একটা মানুষ তখনই কাঁদে, যখন সে কাউকে ভালোবাসে,,
আর ভালোবাসার মানুষটি যখন তাকে অবহেলা করতে থাকে বা দূরে সরিয়ে দেয় তখন তার মনে এমন একটি জায়গায় আঘাত লাগে যে, তখন তার মনেতে কালো মেঘ জমে চোখের মাঝে শ্রাবণ অশ্রু ধরা হয়ে ঝরে পড়ে। আমি বা তুমি সবাই শুনেছি যে ভালোবাসলে কষ্ট পেতে হয়, কিন্তু কজন বিশ্বাস করে, কিন্তু যাকে তুমি ভালোবাসবে সে তোমায় কাঁদবে,,,
ভালোবাসলে কষ্ট পেতে হয়, মানুষের মনে শুনেছি বা শুনেছ, নিজে কখনো পরোক্ষ করিনি,
আজ সত্যি এমন একজনকে ভালোবেসে আঘাত পেয়েছি যে, আজ মানুষের সেই কথাটা এখন মনে পড়ে গেলো, যে প্রকৃতপক্ষে যাকে যে যতটা বেশি ভালোবাসে সেই বেশি কাঁদায়, ।
তবে আমরা মানুষই এই কষ্টের কান্নার জন্যে দায়ী।
তবে ওহে বন্ধু, ভেবোনা যে শুধু চোখের জল গড়িয়ে পড়লে কাঁদা বলে,, না নিরবেও কাঁদা যায়, সে যন্ত্রনা যে ভয়ংকর যন্ত্রনা, সেই কান্না ভালোবাসার মানুষটি না দেখতে পায়, না শুনতে পায়, না এসে সান্তনা দিয়ে যায়, এযে কষ্ট... খুব কষ্ট... বলে বোঝানো যাবে না বন্ধু।
তাই বলি কি,,ভালোবাসো কিন্তু আসা করোনা যে সে আমায় কাঁদাবেনা, অবশ্যই কাঁদতে হবে, সুখের হোক আর দুঃখের হোক,
কান্না দিয়ে পৃথিবীতে আসা শুরু করেছি, আবার কান্না দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেব।। এর জন্য কেউ দায়ী নয়,
শুধু প্রকৃতির নিয়মই দায়ী, কান্নার সাধ সবাইকে গ্রহণ করতে হবে....!।