শিরোনাম- #মৃত্যু_ডাকে_আমায়/
কলমঃ- ইয়াসিন সেপাই/
------------------------●
        মৃত্যু তোমায় থাকতে দিবেনা, মায়ার দুনিয়ায়,
ক্ষমতা তোমার হার মেনে, মৃত্যুর কাছে যায়।
        দম্ভ তোমার ছুটে যায়, মৃত্যুর কাছে অসহায়,
টাকার জোরে সুখের খোঁজ,মৃত্যুকে ভুলে যাও।
         রূপের দম্ভে মুচকি হেসে,মৃত্যু ভুলে বাঁচতে চাও,
দেখোনা এসে গোরস্থানে,রূপ দেখে কবর চেনা যায়.?


মাটির উপর পায়ের চাপ, সাবধান মানব জাত,
        মাটির চাপ বুকের উপর,বহন করবে কতকাল.!
বেঁচে থাকতে চিনে নাও,মাটি" ঘর চার দেওয়াল,
        বিশ্বাসে নিঃশ্বাস, ভুল করোনা,নিজেকে বার বার,
চাপা রবে মাটির নিচে,চিরদিন আমিত্ব তোমার,
       সরল পথটি ভুলে যেতে,বাঁকা পথটি খুঁজে যাও।


মানুষ তুমি দম্ভের চূড়ায়,ভাবছো আমি সবার সেরা
        মহান স্রষ্টা ওয়াদা খেলাপ, করুনী তো বারবার.?
বেঁচে থাকতে সঞ্চয় করো,আমল প্রদীপ জ্বালাবার,
       এতিম দুখীর চোখের জল,মুছিয়ে দাও একবার।
ধন্য হবে আমল নামা, মহান স্রষ্টার সন্নিকটে তোমার,
  দুনিয়া তোমায় থাকতে দেবেনা, নেই মনে কি তোমার?


মায়ার বাঁধন ছিন্ন হবে, দুনিয়া দারী সব তোমার,
      দমকা নিঃশ্বাস কেড়ে নেব,সাজানো দুনিয়া তোমার।
ফিরে এসো রবের ডাকে,ওয়াদা ছিল যে তোমার,
     ভুল করোনা জীবন থাকতে,মিছে মায়ার দুনিয়ায়।
দিনের আলো থাকতে তুমি,সাজিয়ে নাও আখেরাত,
    তওবার করে ফিরে এসো,রব করেছে অঙ্গীকার।।
_________________★
  _____________রচনাকাল-25/10/2022
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/