#মূর্ত কহন-----
            কলমে-#ইয়াসিন সেপাই
      _____________★_______________
#তোমার রূপের বর্ণনা আমি,কেমন করে..করি ওগো- মোর প্রেয়সী,
#গোলাপও হারিয়ে ফেলেছে নিজের গরিমা... তোমার রূপের সংস্পর্শে জানি।


#তোমার অঙ্গের পরিমলে, দিশেহারা সুগন্ধির বাদশা অনুরক্ত চিবুক তলে,
#নাক ফুল যেন গোলাপ গায়ে লেগে থাকা শল্য, প্রেম নিবেদন প্রেমিকের।


#ললাটে আঁকা লাল চন্দন যেন প্রভাত কিরণ উদয় হইছে পুব আকাশের কোণে,
তোমার অঙ্গের সোনালী আভাতে,যেন মনেহয়-- পূর্ণচন্দ্র আছড়ে পড়ছে জমিনে।


#এলো চুলে দক্ষিণা বাতাস ছুঁয়ে বলে,ওগো ফাগুনের পাতা, ঝরার সময় এসেছে ফিরে,
তোমার চোখের কাজলকালী আঁকা,মনেহয় কালো মেঘ পশ্চিমের কোণে।


তোমার ঐ দুই ঠোঁটের মুচকির বাঁকে, যেন মনেহয় দীঘির শতদল হেসে ওঠেছে,
তোমার হাতে কঙ্কনের শব্দে মনেহয় সুরতরঙ্গের ঝড় তুলেছে নদীর কিনারাতে ।


তোমার আঁখি পালক পরম সুখে ঘুমিয়ে পড়েছে কত মনন ও স্বপ্ন বুকে নিয়ে,
তোমার মনের মিলন হবে,আমি জানি শয়নে-- স্বপনে,কোন এক পূর্ণিমা নিশিতে।


#মুরছে যাওয়া গোলাপ হাতে নিয়ে,কি সুপ্তি এসেছিল ওগো মোর প্রিয়সী,
দাওনি তবুও তুমি, ওই গোলাপের মালা গাঁথিতে কেন যে তুমি কখনই।


#প্রেম নলে দগ্ধ হইয়া তুমি,হাসি মুখে থেকেছো বুঝতে দাওনি কোনো দিনই,
রাতের আকাশে কালো মেঘের আড়ালে,পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।।
_____★_______রচনাকাল-- ৩১/১০/২০২০