শিরোনাম #নিষ্ঠুর_স্বার্থপরতা/
কলমঃ-#ইয়াসিন_সেপাই
=================
অন্যের মেহনতে তৈরি সিঁড়ির হাতল ধরে, পৌঁছে গেলে গন্তব্যে,
ঈশ্বরের দান করা দুটি পা অন্যের কাঁধে রেখে পৌঁছে গেলে সাফল্যের চূড়ায়,
ঈশ্বরের দেওয়া দুটি চোখ দিয়ে, নিজের লক্ষ পূরণে, শেষে অন্ধ দৃশ্যকাব্জিত,
ঈশ্বরের দেওয়া প্রবীণা দাফন করে,শয়তানি বুদ্ধি দিয়ে বিজেতা তুমি,
ঈশ্বরের দেওয়া দুইটি হাত-কে, মানদন্ড থেকে,রাজদণ্ডে রূপান্তরিত করলে তুমি,
ঈশ্বেরের দেওয়া দানকে গ্রহণ করে,সৃষ্টি আমিত্ব বলে দখল নিলে তুমি,
ঈশ্বের বাণী সত্য বলে, মানবতাকে সামনে রেখে,বিপরীত গামী পথ বেছে নিলে তুমি,
তোমার তুমি বিশ্বাসে কৃপণি, দেখিয়ে দিলে দুনিয়া শুধু মিথ্যের, করে গোলামী,
জগৎ বুকে মানুষ প্রাণী,ভুলে যায় বারবার, হৃদয় স্পন্দন থামবে না বুঝি কোনোদিনই,
স্বার্থের দুনিয়ায়, উড়ন্ত পাখি ভেবে ফেরে সন্ধ্যায় নীড় আবার বুনতে হবে নাকি?
বুনে ছিল নীড় আগাছার শাখায়, ভয় তার সদা সময় ছিল মনে মনে,
ভয়ের কৃপণতা গ্রাস করে ছিলো মনে,বিশ্বাসের উদারতা ডুবিয়ে দিলো জীবনটাকে,
মানুষ মন তুমি বড়ো নিষ্ঠুর,মনের মন বুঝলো না সে একই গোত্রে তুমি আমি কোন জন।।
-----------------------
_____রচনাকাল ২০/০২/২০২৩/
পশ্চিমবঙ্গ/কলকাতা/ হাওড়া