#ও_মাঝি_ভাই_তুমি_কৈ_যাও
_______________★★★_________________
______________________________________
         কলমে- #ইয়াসিন_সেপাই#
         তাং--০৫/১১/২০২০--
ও..মাঝি ভাই তুমি কৈ যাও...হাওয়ার টানে ভাইসা-- ভাইসা,আমারে লইয়া যাবে..?
আমার ত..তোমার মত নাও নাই,বৈঠা নাই,ছেঁড়া একটা পালও নাই.!কেমনে যাইবো বলো..?
আছে শুধু একটা তোমার মত মন,যে মনেতে তুমি ভাষাও তরী সুখের টানে বরাং বার,,
তাই ত..আমি রোজই,দুই নয়নে চেয়ে থাকি,তীরে-বসে তোমার ছেঁড়া পালের নাওয়ের পানে।


নদীর বুক চিরে, যখন তোমার নাও তিরতির করে ছুটে চলে,মাতাল হওয়ার ঝোঁকে,,
তখন তোমার নাওয়ের ছেঁড়া পাল, তরঙ্গের তালে তালে,সুর তোলে নদীর বুকে এক মনে,,
মধ্যদিন শীতে, নদীর তীরে,পরিযায়ী পাখিরা গেয়ে ওঠে কত শৈলী সুতান সুরে,,
ও..মাঝি তোমার ভাটিয়ালি সুরে, জোয়ার ওঠে মাঝ দরিয়ার বুক চিরে ঢেউ-তরঙ্গে।  


শীত বিকেলের পড়ন্ত রোদের সোনালী ছায়া পড়ে, শান্ত নদীর ওই কুলে,,
যেন দূর থেকে দেখা যায়,নদী আজ সোনালী---- শাড়িতে,বধূ বেসে হেঁটে চলেছে,,
নাওয়ের পালের ছায়া পড়ে, দেখায় যেন!নতুন বধূ ঘোমটা মাথায় গোধূলি লগ্নে.!
তিরতির করে কাঁপিছে বৈঠা,বধূর নাকের নোলকের মত সোনালী নদীর আরসি তলে।


নদীর জলে সুখের জীবন,কাইটা দিলে জীবন ভর, একটি বৈঠার মায়ায়,,
এ-কুল ওকুল চিনলে নারে,মাঝ নদীর প্রেমের টানে, ভাইসা কাটাইলে অনন্ত কালে,,
মানুষ্য জীবন নদীর মত,ওঠে জোয়ার ও ভাঁটার টান, তাই ত মানুষ নদীর প্রেমে চিরকাল,,
মাতৃ নদী বয়ে চলে মোদের গাঁয়ে, বুক ভরে মাতাল হওয়ার শ্বাস নিতে।।
       ======================
    _________রচনাকাল--০৪/১১/২০২০/