শিরোনাম- পিরিতি দহন...
কলমঃ-ইয়াসিন সেপাই/
________________________
আমি কাহারে করিব যতন,
             মনেতে নাহি তোর মন,
তোহরে আমি করেছি আপন,
         ভুলিতে নাহি পারি সর্বক্ষণ,
উদাসী মন ভাবিয়া ভাবিয়া....
   উংলির আঁচড়ে,আঁকাবাঁকা টানিয়া,
তোহরে আনন স্বীয় মনে সারাক্ষন,।


ভেবে ছিনুম, তোহরে সনে,
দিবানিশি কাটাই দিবো আজীবন,
হলো না স্বপ্ন পুরুন...!
কাহার যেন নজর লাগিয়া,
ছিন্ন করিল তোর মোর পিরিতি যতন।


আকাশ ঘোর কালো ঘনঘটা,
এ-খুনি বৃষ্টি নামিবে বোধয়,
অঝোর ধারায়,
মিশে যাবে অশ্রু বারী,
তোহরে ভাবিয়া গড়িয়ে পড়া মোর বেদনার ফোঁটা।
ধুয়ে মুছে যাবে এখুনি,
যেটুকু ছিল মোর,
তোহরে জন্যে আঁখি গভীরে বারী সম্বল,।


বুকের পাঁজর মুচড়ে ওঠে,
মনেতে মোর তোহরে জন্যে,
কাহারে বেশে ছিনুম ভালো,
একই সেই যন্ত্রনা.?
রাতের বেলিরা যখন পুস্ফুটিত হয়,
মনেতে ভীষণ জ্বালা।


সহিতে পারিনি মুই,
তোহর সেই দুই নয়নে হতে,
খুশির অশ্রু ঝরিত যখন নির্ঝর্নি হয়ে..!
ঠোটেতে মিষ্টি হাসিতে..
দুলে উঠতো সোনালী নাকের নোলক মোর আঁখি সমীপে।


চাঁদের আলো সাক্ষী থাকিত,
তোর মোর পিরিতি নিশিতে,
চাঁদ এখন লুকিয়াছে মেঘেদের আড়ালে,
আসেনা আর রাতে জোৎস্না নিয়ে এই ধরণীতে,
হয়ত তোর সনে মোর দেখা হয় না বলে,
ঢেকেছে চাঁদ মুখ অভিমানে।


অক্ষর মালা দিয়ে সাজিয়ে রেখেছি তোকে যতনে, ভুলিতে নাহি দেব বলে,
পাতায় পাতায় শুধু তুই,মনের কলমের আঁচড়ে,
লিখে রেখেছি আপন ভেবে।
পিরিতি সাক্ষী রেখে দেব,তোর মোর প্রেম গাথা উপন্যাসে।।