#পুরুষ_মানুষকে_কাঁদতে_নেই......
__________★★★____________
#কলমে_ইয়াসিন_সেপাই
       ===========
#সেই_পুরুষটি_কারুর_ছেলে
#সেই_পুরুষটি_কারুর_বাবা
#সেই_পুরুষটি_কারুর_ভাই_বা_দাদা
#সেই_পুরুষটি_কারুরু_স্বামী----


আমাদের যখন পরিবারের কোনো কিছুর দরকার পড়ে, সেই পুরুষমানুষটির কথাই ভাবি।
সেই পুরুষটির কি কষ্ট,কখনো কি ভেবে - দেখেছি.?
সেই পুরুষটি যখন মাথার ঘাম পায়ে ফেলে, সারাদিন কাজ করার শেষে,,কিছু অর্থ নিয়ে ঘরে ফেরে,পরিবারের মুখে একটু হাসি দেখার জন্যে।
সেই পুরুষটি যখন রাতের পর রাত জেগে থাকে, ভোরের অপেক্ষাতে,সকাল হলেই প্রিয়জনদের জন্যে আহার জোগাড় কোরে, কাজে বার হতে হয় শত ব্যস্ততার মধ্যেও।
সেই পুরুষটি যখন কিলোমিটারের পর---- কিলোমিটার পথ,পায়ে হেঁটে কাজে যায়,দুটো পয়সা সাশ্রয়ের জন্যে..!
কখনো কি ভেবে দেখেছি এত কষ্ট কিসের..?
সবাই বলে পুরুষমানুষ কখনো কাঁদতে নেই
হাঁ-পুরুষ মানুষকে কাঁদতে নেই...!


সেই পুরুষটি যখন কিছু উপার্জনের জন্যে কর্মক্ষেত্রে ভিনরাজ্যে পাড়ি দেয়, নিজের পরিবারের সাথে থাকার আনন্দকে বিসর্জন দিয়ে..!
সেই পুরুষটি যখন দশতলা বিষতলা বিল্ডিংয়ে বাঁশের ভরায় ঝুলে কাজ করে, জীবনের ঝুঁকি নিয়ে..!
যখন ঘরে ফিরে প্রিয়জনদের মুখে একটু হাসি শুনতে পায়, তখন নিমেষে সব ভুলে যায়।
কখোনো তার মনের খবর নিয়েছি কি..?
সেই পুরুষটি যখন উৎসবের পর উৎসব একটাই জামা পোরে আনন্দ ভাগ করে নেয় পরিবারের সঙ্গে,ইচ্ছা থাকলেও সে থমকে যায়,
কখনো তাকে জিজ্ঞাসা করিনি..!
সবাই বলে পুরুষমানুষ হয়েছ  সহ্য করতে হয়,
হাঁ-পুরুষ মানুষকে কাঁদতে নেই..!


মেয়ের যখন টিউশনির ফিস দেবার সময় হয়ে আসে,তখন সেই পুরুষটির কথা ভাবি, ও..সময়, হলে..বাবা দিয়ে দেব,
মেয়ে যখন উচশিক্ষায় শিক্ষার জন্য কলেজে ভর্তি হতে যায়,তখন ভর্তির ফিস দিতে গেলে মনে পড়ে যায় তখন সেই পুরুষটির কথা ও..বাবা দিয়েদেবে,
মেয়ে যখন উচশিক্ষায় শিক্ষিত হয়ে,বিয়ের সময় হলো তখন ভাবে,সেই পুরুষটির কথা, তোর বাবা আছে ত, সব ঠিক হয়ে যাবে,
কখনও কি ভেবে দেখেছি সেই পুরুষটি কতটা কষ্ট বহন করে জীবন চালায়,প্রিয়জনের একটু সুখময় হাসির জীবন দেখার জন্যে,
সবাই বলে পুরুষমানুষ কাঁদতে নেই..!
হাঁ-পুরুষ মানুষকে কাঁদতে নেই..!
_____________রচনাকাল- ১২/১১/২০২০/