কবিতা-#স্বাধীনতা_বুঝিনা_বাবু.!
কলমঃ- #ইয়াসিন_সেপাই/
15/08/2021
________________________
স্বাধীন মোরা নয় গো বাবু,সবাই বলে স্বাধীন দ্যাশে বসত করি,,
রোজ নামচা কাজ খুঁজি,স্বাধীন কি আর, মোদের মানায় থোড়ি,,
গরিব ঘরে জন্ম মোদের,দিন বা দিন প্যাটের জ্বালা স্বাধীন আবার কি?
স্বাধীন মোরা নয় গো বাবু,স্বাধীন মানে বুঝিনি.....


কাগজ কুড়াই গ্রাম গঞ্জে, দিন কাটে এমনি করেই, স্বাধীন কাকে বলে জনিনি,,
স্বাধীন পেয়েছি ইতিহাস বলে, গরিব ঘরে-চোখের কোনে, স্বাধীন দেখেছো কোনদিনে.?
হাঁ.. গো বাবু.. ঠিকই বলছি, স্বাধীনতার মানে এখনো মোরা বুঝে উঠতে পারিনি,
স্বাধীন মোরা নয় গো বাবু,স্বাধীন মানে বুঝিনি....


সকাল হলেই সূর্য ওঠে,চোখটা খুলে ছুটি,এক মুঠো অন্ন নিয়ে, দিনের শেষে ফিরি,,
জীর্ণ কুঠিরে কান্নার আওয়াজ,কেউ শোনে না,স্বাধীন দেশে কোনোদিন.!
কিসের তবে স্বাধীন বলছো.?খিদের জ্বালায় কাঁদে-- শিশু, মাতৃ কোলে রাত বা দিন।
স্বাধীন মোরা নয় গো বাবু,স্বাধীন মানে বুঝিনি....


স্বাধীনতার শেষ বিকেলে,ছিন্ন নিশান কুঁড়িয়ে যখন, দুই হাতে তুলে মুছি,
মনের ভিতর তখন গর্জে ওঠে..কিসের স্বাধীন মানাও তোমরা, সম্মান টুকু করোনি.?
মিথ্যে মান্য মনের ঘরে,সামনে অভিনয়ে ঠাসা,তাই তো বলি স্বাধীন দেশে পাইনা কেন স্বাধীনতা..!
স্বাধীন মোরা নয় গো বাবু,স্বাধীন মানে বুঝিনা....


বুঝলাম একটু স্বাধীন মানে, শুধু রং বেরঙের বেলুন সারি, পতাকা উত্তলন খেলা.!
গরিব খোঁজে বেদির নীচে, লজেন্স কুড়িয়ে,ছোট্ট-- ভাই-বোনের,কান্না থামানোর পালা.!
স্বাধীন মানায় রাজনেতারা, ফুর্তি আমোদ উল্লাসে-- প্রতিলম পতাকা উত্তলন স্যালুটে.!
স্বাধীন মোরা নয় গো বাবু,স্বাধীন মানে বুঝিনে....


স্বাধীন মোরা কেমনে বলি, জীর্ণ শরীরে শুয়ে আছে- হাজার মা খিদের জ্বালায় ফুটপাতে.!
বীর শহীদের মায়ের হাতে ভিক্ষের ঝোলা, চোখের কোনে অশ্রু ওঠে চিকচিকিয়ে.!
এ কেমন স্বাধীনতা.! বুঝিনা মোরা,শুধু খিদের জ্বালা মিটবে কবে দু-বেলা.!
স্বাধীন মোরা নয় গো বাবু,স্বাধীন মানে বুঝিনা....


১৫ আগস্ট দিনটির সময়,মনে পোড়ে যায়, ছেঁড়া পতাকা ভরবে এবার ঝোলাতে.!
স্বাধীন দেশে ভাষণ দেবে,রাজনেতা সকালে, সময়ের সাথে মুষ্টি তুলে,,
গরিবের কথা অনেক হবে,শহীদ বেদির সামনে---
ভারার্পণ রেখে যাবে, পালন হবে না ওগো কোন দিনের তরে.!!
স্বাধীন মোরা নয় গো বাবু,স্বাধীনতা মানে বুঝিনে....


হাঁ.. এ-কেই তোমরা বলো স্বাধীনতা.? না..একে স্বাধীনতা বলে না,,
দেখে যাও কেমন স্বাধীন আছি আমরা, ফুটপাতে ছেঁড়া প্লাস্টিকের নীচে,,
বৃষ্টি ভেজা দিন-রাতে বাবা-মা,চোখের পাতা টেনে রেখে,কোলে ঘুম পাড়ায় আদুরী ছোট্ট খুকু-কে।
স্বাধীন মোরা নয় গো বাবু,স্বাধীনতা বুঝিনে....


ও..রাও তো স্বাধীন দেশে বাস করে, তোমারা বলো, তাই বলি বাবু এ-কেমন স্বাধীনতা.?
যে স্বাধীনতা শহীদের রক্ত দিয়ে বেদিতে লেখা আছে হামার দেশ মহান হ্যায়,,
সেই দেশের মা, আজও কাঁদে নিভৃতে, একটু বিচার পাবার আশাতে..!!
স্বাধীন মোরা নয় গো বাবু,স্বাধীন মানে বুঝিনে।।।।
____________রচনাকাল--13/08/2021/
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া